খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে একই পরিবারের ১৪ জনকে অজ্ঞান করে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সীতাকুণ্ডে।
গতকাল সোমবার (৪ জানুয়ারি) দিনগত রাতে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের খলিল ভুঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। বাংলানিউজ
মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এজহারুল ইসলাম বলেন, “সন্ধ্যায় রান্নাঘর থেকে কেউ একজনকে চলে যেতে দেখেন ঐ পরিবারের সদস্যরা কিন্তু বিষয়টি তেমন গ্রাহ্য করেননি কেউ। রাতে খাবার শেষে যে যার মতো ঘুমিয়ে পড়েন।”
তিনি বলেন, “ঐ পরিবারের দুই শিশু রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ায় সকালে অন্য সদস্যদের উঠতে দেরি হওয়া দেখে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা এসে তাদের অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।”
ইউপি সদস্য এজহারুল আরও বলেন, “পরিবার বলছে প্রাথমিকভাবে ৯ ভরি স্বর্ণ ও বেশ কিছু নগদ টাকা চুরি হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে থাকায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন রাশেদ বলেন, “হাসপাতালে ভর্তি হওয়া একই পরিবারের ১৪ সদস্য বর্তমানে সুস্থ রয়েছেন। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করছি খাবারে চেতনানাশক কিছু মিশিয়ে দেওয়া হয়েছে।”