সীতাকুণ্ডে ক্যাপিটালের বালি উত্তোলন বন্ধ করলো প্রশাসন

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ক্যাপিটাল পেট্রোলিয়াম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাতের আঁধারে সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে উপকূলীয় এলাকায় জমি ভরাট করছিল। এর আগে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের ড্রেজারের পাইপ কেটে দিলেও তা জোড়া দিয়ে নতুন উদ্যোমে বালি উত্তোলন শুরু করেছিল। এ ব্যাপারে গত শনিবার দৈনিক আজাদীতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে গতকাল রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয়। উপজেলা প্রশাসনের এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নিবার্হী ম্যাজ্রিেটট মোহাম্মদ আশরাফুল আলম। তিনি বলেন, বাড়বকুণ্ড সাগর উপকূল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। এলাকায় ড্রেজার স্থাপন করে বড় বড় পাইপের সাহায্যে উপকুল থেকে তুলে আনা হচ্ছিল বালি। ক্যাপিটাল পেট্রোলিয়াম নামের একটি প্রতিষ্ঠান কোনো ধরনের অনুমোদন না নিয়েই এই কার্যক্রম চালাচ্ছিল। তিনি বলেন, উপকুল থেকে বালি উত্তোলনের কারণে দুই দিকে ক্ষতি হচ্ছে, এক দিকে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, অন্যদিকে বালু ভরাটের কারণে ফসলি জমি কমছে। তারা বেশ কিছুদিন ধরে এই অবৈধ তৎপরতা চালাচ্ছিল। তাদেরকে নানাভঅবে নিষেধ করার পরও তারা বালি উত্তোলন বন্ধ করেনি। তাই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আমরা তাদের বালি উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করেছি। অভিযানকালে বড় বড় বেশ কয়েকটি পাইপ কেটে দেয়া হয়। অভিযানের খবর পেয়ে ক্যাপিটাল পেট্রোলিয়ামের লোকজন পালিয়ে যায় বলেও মোহাম্মদ আশরাফুল আলম জানান।

তিনি বলেন, আজকের এই অভিযানের মাধ্যমে আমরা তাদেরকে স্থায়ীভাবে নিষেধ করে যাচ্ছি। এরপর বালু উত্তোলনের চেষ্টা করলে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবো। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সদর তহসিল অফিসের উপসহকারি ভুমি কর্মকর্তা ফযজুল করিমসহ পুলিশ ফোর্স।

পূর্ববর্তী নিবন্ধশাবিতে আমরণ অনশনে আরও পাঁচজন, হাসপাতালে ১৬
পরবর্তী নিবন্ধচাকরিও হারালেন গ্রেপ্তার হওয়া ট্রাফিক কনস্টেবল মহিবুল্লাহ