সীতাকুণ্ডে কোটি টাকার ইয়াবাসহ দুই নারী আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার দারোগাহাট এলাকা থেকে ৩৭ হাজার ১৫টি ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে র‌্যাব-৭। আটক দুই নারী হলেন টেকনাফের সাবরাং আদর্শ গ্রাম আশ্রয়ণ প্রকল্পস্থ মনোরঞ্জনধরের স্ত্রী ভারতী ধর (৩৫) ও কক্সবাজারের রামুর চা বাগানের নিমাই ধরের স্ত্রী পট রাণী ধর (৪০)।
গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭’র একটি টিম সীতাকুণ্ডের বড়দারোগার হাট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশী করে। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস থামিয়ে দুই নারী যাত্রী দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করে। পরে দেহ তল্লাশী করে তাদের শরীরের বিভিন্ন গোপন অঙ্গে লুকিয়ে রাখা ৩৭ হাজার ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১১লক্ষ টাকা বলে জানান র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। মাদকসহ আটকদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ সিলভার স্ক্রিনে আসছে ‘কিংস ম্যান’
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতা ফজলুল হক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী আজ