সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিক কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ৩০ থেকে ৩৫টি তুলার বেল পুড়ে যায়। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস লজিস্টিকের একটি তুলাভর্তি কন্টেনার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংশ্লিষ্টরা জানায়, বিদেশ থেকে আমদানি করা তুলাভর্তি একটি কন্টেনার উত্তপ্ত হয়ে ধোঁয়া বের হতে থাকে। তুলার গাঁইটে আগুন দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ডিপোর লোকজন ও স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। এতে আশপাশের কনটেনারে আগুন ছড়াতে পারেনি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।