সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কর্মীসভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। বাড়বকুণ্ড ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. নাজিম উদ্দিন শাহীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, নুরুল আলম, শওকত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন রাজু, বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইকরামুল হক, যুবদল নেতা নূরুল আবছার, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়নাল আবদীন বাবলু ও সাধারণ সম্পাদক জামির উদ্দিন রেজা প্রমুখ। কর্মী ও পরিচিত সমাবেশে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।