উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সীতাকুণ্ডে সংবাদপত্রের হকারদের মাঝে কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে কীটনাশকযুক্ত মশারি বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকতা ডা. নুর উদ্দিন রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সেকান্দর হোসাইন, ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন, সদস্য জাহাঙ্গীর আলম, বাবলা মিয়া এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের টিএলসিএ সুরেশ চন্দ্র দাস প্রমুখ।
তিনি বলেন, উপজেলার প্রত্যেকটি ঘরে ঘরে মশারি বিতরণ করা হবে এবং উপজেলাকে মশামুক্ত এলাকায় পরিণত করা হবে।