সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৪২ অপরাহ্ণ

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ওয়ার্ড বিএনপির সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ জয়নাল আবেদীন (৪৬)।

স্থানীয় ও কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এইদিন জয়নাল আবেদিন মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছোট দারোগারহাট এলাকায় যাচ্ছিলেন। এই সময় ঢাকামুখী একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

তিনি একই ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড বিএনপির সদস্য বলে জানা গেছে। এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানী আজাদীকে বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিযুগের বিপ্লবতীর্থ: ইউরোপীয়ান ক্লাব