সীতাকুণ্ডে কলেজ শিক্ষার্থীকে শ্লীলতাহানি, অভিযুক্ত এক যুবক গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ৬:৪৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে শ্লীলতাহানি ও অপহরণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।তার নাম মোঃ রাকিব (৩০) ।

৯ মার্চ (রবিবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মুরাদপুর ইউনিয়নের গুলীয়াখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ৮ মার্চ (শনিবার) এক শিক্ষার্থী তার এক বন্ধুকে নিয়ে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে যায়। এরপর তারা বেড়িবাঁধ পার হয়ে সাগরের কাছাকাছি স্থানে পৌঁছালে তখন ৪ বখাটে এসে শিক্ষার্থীকে টেনে বনের ভিতর নিয়ে চলে যায়। এরপর শিক্ষার্থী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে। তবে শিক্ষার্থী প্রথম অবস্থায় স্থানীয়দের উপস্থিতিতে ধর্ষণের অভিযোগ করলেও পরে সে ধর্ষণের কথা অস্বীকার করে। এ ঘটনায় শিক্ষার্থীর মা ঘটনার দিন রাতে নিজে বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপহরণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা নম্বর (১০)।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর বলেন, ঘটনার দিন রাতে ওই শিক্ষার্থীর মা ৪ জনকে আসামি করে থানায় এসে শ্লীলতাহানি ও অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৩৯ আ.লী‌গ নেতাকর্মী গ্রেফতার
পরবর্তী নিবন্ধটেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর ডাকাতের মরদেহ উদ্ধার