সীতাকুণ্ডে করোনা সংক্রমণের ঊর্ধগতির ফলে দেখা দিয়েছে শঙ্কা। উপজেলাজুড়ে প্রতিদিন বাড়ছে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা। সেই সাথে বেড়েছে মৃত্যু হারও। আইসিইউ সংকটের কারণে গত রবিবার রাতে ও সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন উপজেলায় করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
এদিকে সচেতন না হওয়ায় হতাশ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, এ উপজেলায় করোনা দ্রুত ছড়াচ্ছে। এজন্য এটি করোনার জন্য ঝুঁকিপূর্ণ মনে করে জনগণকে সচেতন করা হচ্ছে। কিন্তু হতাশ হচ্ছি, মানুষ একেবারে স্বাভাবিক সময়ের মত ঘুরে বেড়াচ্ছে। আমরা অভিযান চালালে তখন তারা চলে যান আবার আমরা ফিরে আসার পর শুনি আগের মত অবস্থা।