সীতাকুণ্ডে করোনাকালে মৃতদের দাফন সৎকারে নিয়োজিতদের সম্মাননা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১১:২৪ পূর্বাহ্ণ

বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে করোনাকালীন মৃত ব্যক্তিদের দাফন/সৎকারে নিয়োজিতদের সম্মাননা প্রদান, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকালে সংগঠনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ। বারামখানার সভাপতি মো. রায়হান-উজ-জামান চৌধুরী নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপ্ত চক্রবর্তী ও অর্থ সম্পাদক প্রীতম সোমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, অরিন্দম চক্রবর্তী, সামী আল মুজতবা শুভ, ঝুলন দাশ প্রমুখ। অনুষ্ঠানে তিন দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া করোনাকালীন মৃত ব্যক্তিদের দাফন/সৎকার করা ৪টি সংগঠন ওলামা পরিষদ, সীতাকুণ্ড গাউসিয়া কমিটি, কেন্দ্রীয় মহাশ্মশান সৎকার কমিটি এবং সীতাকুণ্ড স্বেচ্ছাসেবক টিমকে সম্মাননা দেয়া হয়। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা
পরবর্তী নিবন্ধ৯৯৯ নম্বরে ফোন করে মিথ্যা তথ্য দিলে শাস্তি