সীতাকুণ্ডের বারআউলিয়াস্থ একটি শিপব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। সরকারি নিয়ম-নীতি না মেনে রাতে কাজ করার সময় এক জাহাজভাঙা শ্রমিকের মৃত্যুর ঘটনায় এ নির্দেশনা দেয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব সোহেলা নাসরীন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়- সীতাকুণ্ডের শীতলপুর সাগর উপকূলস্থ মেসার্স তাশিন স্টিলস লি: জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ ইয়ার্ডে ৪ মার্চ রাতে কাজ করার সময় এক শ্রমিক নিহত হন। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ইয়ার্ড পরিচালনায় জাহাজ ভাঙা শিল্পের বিষয়ে দেশে বিদেশে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। প্রশিক্ষণবিহীন শ্রমিক দিয়ে কার্যক্রম পরিচালনা, ইয়ার্ড কর্তৃপক্ষের পর্যাপ্ত নিরাপত্তার অপ্রতুলতায় এই দুর্ঘটনা সংঘটিত হতে পারে। ইয়ার্ড মালিককে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলেও মালিকপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। ফলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে নিহত শ্রমিককে কী ক্ষতিপুরণ দেয়া হয়েছে তা জানাতে বলা হয় মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে।
শিল্প মন্ত্রণালয়ের অপর এক আদেশে উক্ত ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ খালেকু্জ্জামানকে আহবায়ক ও সেফটি এজেন্সি মিতি এন্টারপ্রাইজের চেয়ারম্যান ক্যাপ্টেন এনাম চৌধুরীকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয় । মঙ্গলবার জারিকৃত এই আদেশে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দিতেও বলা হয়।
ইয়ার্ডের মালিক দিদারুল আলম শিল্প মন্ত্রণালয় থেকে জারিকৃত চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, শিপইয়ার্ডে দুর্ঘটনা ঘটলে সাময়িকভাবে ইয়ার্ডগুলো বন্ধ করা হয়। তাদের ক্ষেত্রেও এরকম হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, মন্ত্রণালয়ের জারিকৃত চিঠি ইয়ার্ড কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।