সীতাকুণ্ডে ইয়াবা পাচারকালে রোহিঙ্গা নারীসহ আটক ২

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার বড় দারোগারহাট এলাকা থেকে রোহিঙ্গা নারী হামিদা বেগম (৩২) ও পৌর বাসস্ট্যান্ড থেকে বদিউল আলম (৬২) নামে দুই জনকে আটক করা হয়। উভয়ের কাছ থেকে ১৫’শ করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তারা দুজন ইয়াবা পাচার কাজে জড়িত।
আটক হামিদা বেগম টেকনাফের লোদা আলীখালীর ২৫ নং ক্যাম্পের দ্বীন মোহাম্মদের মেয়ে ও আজিম উল্ল্যাহর স্ত্রী। অন্যদিকে বদিউল আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কনকাপইথ ইউনিয়নের আগুনশাইল গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে।
সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে সামার সেমিস্টারে ভর্তিচ্ছুদের পরীক্ষা
পরবর্তী নিবন্ধবাঙালির সাংস্কৃতিক বিকাশে বসন্ত উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে