সীতাকুণ্ডে ইলিশ ধরা বিষয়ে সচেতনতা সভা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। সীতাকুণ্ডে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২২ উপলক্ষে জেলেদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। মাছ আহরণ নিষিদ্ধ থাকাকালীন ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এই প্রচারণার অংশ হিসেবে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছাপা, মেরিন ফিশারিস অফিসার জান্নাতুল নাঈম ঝর্ণা, কোস্টগার্ডের কন্টিজেন্ট অফিসার মোহাম্মদ নাসিরুল ইসলাম, নৌ পুলিশের এস আই চাঁন মিয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিডিএর অভিযান বাকলিয়ায় তিন দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধমমতার আরবান প্রকল্পের স্বাস্থ্য কার্ড বিতরণ