সীতাকুণ্ডে সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন–এর উদ্যোগে আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৩৮ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. জসিম উদ্দীন। ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং আফতাব রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ভোক্তা অধিকার চট্টগ্রাম জেলা সভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব আলী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সলিম উল্লাহ, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলমসহ শিক্ষক, সমাজসেবক ও ক্রীড়া সংগঠকরা।
পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ মেধা উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন। এছাড়া দুইজন সেরা শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।










