সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধাবৃত্তিতে অংশ নিলো ৭ শতাধিক শিক্ষার্থী

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ২:৫১ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সকালে এ বৃত্তি পরীক্ষায় পৌরসভার বিভিন্ন স্কুল, মাদ্রসার ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে বৃত্তি পরীক্ষায় হল পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তে এ বৃত্তির লক্ষ্য ও উদ্দেশ্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অবগত করেন মানবিক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও আলোচনা সভার সভাপতি মোঃ তাহমিদুল হক চৌধরী।

প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, বিশিষ্ট সমাজ সেবক ও আলেমেদ্বীন মাওলানা তাওহীদুল হক চৌধরী।

বিশেষ অতিথি সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সলিমুল্লাহ। এছাড়া আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নূর মোহাম্মদ জাহেদ, মোঃ সানজীদুল আলম রাজভী, মোঃ নাফিস ইব্রাহিম, মোঃ হাসান উদ্দিন নিশান, মোঃ রবিন হায়দার, মোঃ জুবায়ের আলম মোঃ মাহমুদুল্লাহ, মোঃ রাকিব, মোঃ সামী, মোঃ ইমন এবং মোঃ বোরহান আবিদসহ সদস্যদের মধ্যে আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সাবেক আমির তাওহীদুল হক ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের জন্য প্রশংসা করে বলেন, আগামীতে ইত্তিহাদ ফাউন্ডেশন এ ধরনের উদ্যোগ সমগ্র উপজেলা ব্যাপী আরম্ভ হোউক এটাই আমি চাই। এসব মেধাবৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ হবে এবং দেশ ও জাতি অনেক উপকৃত হবে। এতে কোন সন্দেহ নেই।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে আগুনে পুড়েছে ৫ দোকান