সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। এতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ঢাকামুখী মহানগর এক্সপ্রেসের তিন শতাধিক যাত্রী।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড স্টেশনে এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলোকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, বেলা সাড়ে ১২টার দিকে একটি যাত্রীবাহী ট্রেন ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। সীতাকুণ্ড রেলস্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন ও যাত্রীবাহী বগির সংযোগের হুক ভেঙে যায়।
যার কারণে ট্রেনটি এক ঘণ্টা দাঁড়িয়ে থাকে পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলো উদ্ধার করে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নাজিম উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন ইঞ্জিন দথেকে হুক ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এসে যাত্রীবাহী বগিগুলো উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।