সীতাকুণ্ডে ইউনিটেক্স গ্রুপের পরিচালক গ্রেপ্তার

উপকূলীয় বন দখল ও মাটি খনন মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বনভূমির মাটি খনন, বাঁধ নির্মাণের চেষ্টা ও বন দখলের মামলায় ইউনিটেঙ গ্রুপের পরিচালক ফারহান আহমেদ (৫৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার রাতে চট্টগ্রাম নগরীর গোয়াছি বাগান এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারহান চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পরইকরা এলাকার মৃত ইকবাল আহম্মেদের ছেলে। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের সাগর উপকূলে দলবল নিয়ে অবৈধভাবে বনের জায়গা দখল, বনভূমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণের চেষ্টা ও মাটি খননের ঘটনায় ইউনিটেক্স গ্রুপের ২ শীর্ষ কর্মকর্তাসহ ৬ জনকে আসামি করে গত ৬ জুন চট্টগ্রাম বন আদালতে মামলা দায়ের করে উপকূলীয় বন বিভাগ। এ ঘটনার পর আত্মগোপনে চলে যান ইউনিটেক্স এর পরিচালক ফারহান। রবিবার রাতে তার অবস্থান নিশ্চিতের পর নগরীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তীতে গতকাল সোমবার সকালে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তার ফারহান আহমেদের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একই মামলায় গত তিনদিন আগে পরোয়ানাভুক্ত আরেক আসামি ইউনিটেঙ গ্রুপের এসিস্ট্যান্ট ম্যানেজার গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমানি লন্ডারিং মামলায় জি কে শামীমের ১০ বছরের সাজা
পরবর্তী নিবন্ধচ ত কারবার