সীতাকুণ্ডে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার ও গতকাল সোমবার চট্টগ্রাম নগরী ও বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি ও ভাটিয়ারী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন। তাকে সোমবার নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে রোববার সন্ধ্যার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আকবর হোসেনকে একই ইউনিয়নের জুদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।