ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব–৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার ফৌজদার হাটে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, বান্দরবান জেলার বাঘাইছড়ির বাসিন্দা মৃত হারুনুর রশিদের ছেলে মো. শাফায়েত ইসলাম (২৬) ও লোহাগাড়া উপজেলার বেপারী পাড়া এলাকার বাসিন্দা জামাল হোসেনের ছেলে মোহাম্মদ জায়েদ (২৬)। র্যাব–৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাচারের খবর পেয়ে মহাসড়কের ফৌজদার হাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি চালায় র্যাব। এ সময় চেকপোস্টের দিকে আসতে থাকা সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দিলে গাড়িটি দ্রুত পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা গাড়িটিসহ দুইজনকে আটক করে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা পিকআপটি তল্লাশি চালিয়ে ২টি বস্তার ভেতর থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আসামিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।












