সীতাকুণ্ডের সৈয়দপুরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোকিত যুব সংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় জাফরনগর অপর্নাচরণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই খেলায় সংগঠনের দুটি দল বিভক্ত হয়ে বিবাহিত ও অবিবাহিত দল হিসেবে অংশ নেয়। এতে অবিবাহিত দল টাইব্রেকারে ৪–২ গোলে জয়লাভ করে। প্রীতি ম্যাচের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম তাজুল ইসলাম নিজামী। আলোকিত যুব সংঘের সভাপতি সাংবাদিক শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ শর্মা। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।












