সীতাকুণ্ডে আম পাড়াকে কেন্দ্র করে মারামারি নিহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার জামাল কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদুল আলম (৩৫)। তিনি ওই এলাকার মকবুল আহমেদের ছেলে। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির একটি দল শুক্রবার রাতে ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ফৌজারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমান বলেন, জমি নিয়ে ফরিদুল আলমের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের পরিবারের বিরোধ ছিল। এর জেরে শুক্রবার বিকেলে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। রাতে ওই ঝগড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনাও ঘটে। এতে ফরিদুল আলম আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধস্যাংশন দেওয়া দেশ থেকে কিচ্ছু কিনবো না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল দক্ষিণ জেলা যুবলীগ