সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে সর্বস্বান্ত হয়েছেন ৬টি পরিবার। গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মান্দারিটোলা গ্রামের মোল্লা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে পুড়ে যায় ৬ বসতঘর। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
ক্ষতিগ্রস্তরা হলেন, মো. আবু জাফর, আবুল খায়ের, আবুল হাসেম, আবু ইউসুফ, মো. মোশারফ ও মো. বোরহান উদ্দিন।
ক্ষতিগ্রস্ত মো. আবু জাফর বলেন, দুপুর ২টার দিকে আগুন লেগে মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসলেও তার আগে ৬টি বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। কিছুই বের করতে পারিনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়। এতে ১০ লাখ টাকার আসবাবপত্রসহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান তিনি।