সীতাকুণ্ডে আইপি টিভির বিরুদ্ধে আইসিটি মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ মুছা বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সি-ভিশন মালটিমিডিয়া নিউজ পোর্টাল নামে আইপি টিভির সম্পাদক মিজানুর রহমান ইউছুপ ও বার্তা সম্পাদক আরিয়ান লেলিনকে। এছাড়া ফেসবুক পেইজে যারা শেয়ার করেছেন তাদের অজ্ঞাতনামা আসামি দেখানো হয় মামলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সীতকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলম মামুনের বিরুদ্ধে সি-ভিশন নামে অনলাইন টিভিতে জায়গা দলখকারী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয় যা সামাজিক মাধ্যমে ব্যাপক শেয়ার হয়। সংবাদটি উদ্দেশ্য প্রণোদিত ও সম্মানহানিকর উল্লেখ করে উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানের ল্যান্ড অফিসার মোহাম্মদ মুছা বাদী হয়ে এই মামলাটি করেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে খাল থেকে জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধব্রোকলিতে ঝুঁকছেন হাটহাজারীর চাষিরা