সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। একই রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরও ৭ জনকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল মডেল থানা পুলিশ।
থানার ওসি মোঃ কামাল উদ্দিনের তত্ত্বাবধানে সীতাকুণ্ড মডেল থানার এসআই গৌর চন্দ্র সাহা সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল চট্টগ্রাম ও ঢাকামুখী মহাসড়কের পাশে কান্ত ভূঁইয়া পাড়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে পৌর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা আকিবুল হাসান সায়েম (২১), একই এলাকার মোঃ রিফাত হোসেন (২৩), বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ দাশপাড়া এলাকার বাসিন্দা সৌরভ চন্দ্র দাশ (২১) ও একই এলাকার বাসিন্দা মোঃ একরাম হোসেন (৩০) সহ ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করা হয়।
একই রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ৪ ডাকাতের কাছ থেকে ৩ টি ছুরি, ৩টি লোহার রড়, ৪ টি লোহার পাইপ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন।