সীতাকুণ্ডে ১৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও তিনটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাফর পৌরসদর ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মহাদেবপুর মোহসেন বেপারি বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, থানায় যোগদানের পর জানতে পারি পলাতক আসামি জাফরের অত্যাচারে অতিষ্ঠ জনগণ। তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতি, চাদাঁবাজিসহ ১৬ মামলা চলমান রয়েছে।
এর মধ্যে দুটি মামলায় তিন বছর ও ১ বছর করে মোট চার বছরের সাজা হয়। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ সদস্যরা।