সীতাকুণ্ডে অসহায় মানুষের পাশে ‘আহার’

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সীতাকুণ্ডে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের হাজারো শ্রমজীবী মানুষ। পথে নামলেই চোখে পড়ছে সাহায্য প্রার্থীর সারি সারি মুখ। এ অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে নানাবিধ মানবিক কার্যক্রম নিয়ে হাজির হয়েছে মানবিক সংগঠন ‘আহার’। করোনা সংকটকালে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গতকাল দুপুরে শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহিদী, খুরশেদ আলম, রাসেদুল হাসান রাসেদ, আকতার হোসেন মামুন, মো. আবুল হোসেন, জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, দিদার হোসেন টুটুল, ইকবাল হোসেন রুবেল প্রমুখ।
সংগঠনের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, পর্যাপ্ত অর্থ সহযোগিতা পেলে কাজটি আরও বিস্তৃত পরিসরে চালানো সম্ভব। সে ক্ষেত্রে হয়তো আরও কিছু অসহায় মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারব। সুযোগ হলে আমরা সীতাকুণ্ডের নিরন্ন মানুষের জন্য আরও বেশি কিছু করার চেষ্টা করব।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধকদম মোবারক স্কুলে হাত ধোয়ার বেসিন উদ্বোধন