মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও কুমিরা নৌ– পুলিশের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন কুমিরা ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫ কেজি ইলিশসহ ৪০ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ১ টি মাছ ধরার নৌকা আটক করা হয়। এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তিনি জানান, সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড কুমিরা ঘাটে এ অভিযান চালানো হয়। জব্দকৃত মাছ দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে রতন জলদাসকে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ৫০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ওয়ালিদ উদ্দিন আকবর প্রমুখ।