সীতাকুণ্ডে অভিযানে জব্দ ৫০ কেজি মাছ নিলামে বিক্রি

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় অভিযান চালিয়ে ৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছ ৪ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার শীতলপুর ঘাটে এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী, তথ্য সংগ্রহকারী রাসেল,সাদেক ও মাজাহারুল।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামাল উদ্দিন চৌধুরী বলেন, অভিযানকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরায় প্রায় ৫০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ ৪ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএস এম জামাল উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধভাতের সঙ্গে বিষ মিশিয়ে শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন