সীতাকুণ্ডে অভিভাবক সমাবেশে বক্তারা নূরানী শিক্ষার গুরুত্ব অপরিসীম

সীতাকুণ্ড প্রতিনিধি  | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

নূরানী শিক্ষার গুরুত্ব অপরিসীম। কোরআনহাদিসের জ্ঞান অর্জনেই কুসংস্কার দূরীকরণ, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির কল্যাণময় পরিপূর্ণ জীবন সম্ভব বলে মন্তব্য করেছেন সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজবী।

গতকাল বুধবার সীতাকুণ্ডে সোনাইছড়ি কেশবপুর লালবাগস্থ তাহেরিয়া মোতালেব সারাং সুন্নিয়া মাদ্রাসায় আমিরুল মোমেনীন খলিফাতুর রাসুল (.) হযরত আবু বক্কর সিদ্দিক (.) স্মরণে বার্ষিক সালানা জলসা শিক্ষার্থীদের ছবক প্রদান, পুরস্কার বিতরণী, বই উৎসব ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মো. সিরাজউদ্দৌলার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান আল কাদেরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাইছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, জামাল পাশা, সেলিম উদ্দিন মানিক, মোহাম্মদ তাজউদ্দীন, মুহাম্মদ রফিক উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মোহাম্মদ সালা উদ্দিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। মাদ্রাসার বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন মোহাম্মদ তাজ উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো. ইছহাক, মো. শফি, মোহাম্মদ নাসির, রফিক উদ্দিন সুমন, আসাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগাছ কাটার জরিমানা লাখ টাকা, পেরেক মারলে ২০ হাজার
পরবর্তী নিবন্ধকক্সবাজার বিমানবন্দরে বিমান নিরাপত্তা মহড়া