সীতাকুণ্ডে অপরাধীদের আলোর পথে ফিরতে বললেন নবাগত ওসি

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

অপরাধীদের আলোর পথে ফিরে আসার সুযোগ দিলেন সীতাকুণ্ড মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন। গতকাল আলোকিত যুব সংঘ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অপরাধীদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে কেউ যদি অপরাধ জগৎ ছেড়ে দিয়ে ভালো হতে চান তাহলে সীতাকুণ্ড থানা পুলিশের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। আর্থিক অসচ্ছল হলে প্রয়োজনে কর্মসংস্থান ও পুনর্বাসনের চেষ্টা করা হবে। তার আগের যদি কোনো মামলা থাকে এবং সেখানে যদি সহায়তার কোনো সুযোগ থাকে তাও করা হবে। চোর, ডাকাত ও সন্ত্রাসীদের আহ্বান করছি, আপনারা অপরাধ জগৎ ছেড়ে ভালো হয়ে যান। মনে করেন এটা আমার পক্ষ থেকে আপনাদের সুযোগ প্রদান। আর যদি আপনারা এই সুযোগ কাজে না লাগিয়ে অপরাধে লিপ্ত থাকেন তাহলে আমি মনে করব, আপনারা থানা পুলিশকে চ্যালেঞ্জ করেছেন। আমিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করব। আর মনে রাখবেন অপরাধ করে কেউ পার পাবে না। সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনা হবে। আলোকিত যুব সংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা এইচ এম তাজুল ইসলাম নিজামী। উদ্বোধন করেন এফআর ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার চৌধুরী মো. জিন্নাত আলী। সংঘের চেয়ারম্যান শেখ সাইফুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। পরে এফআর ফাউন্ডেশন ও লন্ডন প্রবাসী ব্যারিস্টার চৌধুরী মো. জিন্নাত আলীর সহযোগিতায় সৈয়দপুরের এক হাজার মানুষকে কম্বল প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটংকাবতীরকূল মহোৎসব উদযাপন পরিষদের সুবর্ণজয়ন্তী উৎসব শুরু