সীতাকুণ্ডে অনুমোদনহীন কয়েল জব্দ, রেস্টুরেন্টকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আনন্দ ও সৈনিক নামে অনুমোদনহীন দুটি কোম্পানির মশার কয়েল জব্দ এবং একটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় বাজারে অনিবন্ধিত মশার কয়েল বিক্রি বেড়েছে। এসব কোম্পানির লাইসেন্স নেই। অনিবন্ধিত মশার কয়েল মানবদেহের জন্য ক্ষতিকারক। এসব অবৈধ কয়েল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করে জব্দকৃত কয়েল ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, অভিযানে অতিথি রেস্টুরেন্টের ফ্রিজে পচা ও গন্ধযুক্ত খাদ্যদ্রব্য রাখায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে জাটকা ইলিশ বিক্রি এবং রঙ মিশিয়ে মাছ বিক্রি করছে কিনা নজরদারি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
পরবর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’