সীতাকুণ্ডে অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ১১:২৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের দায়ে ৭ টি বিভিন্ন মামলায় ৪৯ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে পৌরসদর এলাকায় বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন।

অভিযানে ফায়ার সার্ভিসের সনদ না থাকায় ও অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স জে এ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় সেইফটি সামগ্রী না থাকায় এবং ফুটপাত দখল করে খাবার বিক্রি করায় মায়াবি রেস্তোরাঁ কে ৮শত টাকা, ফ্রিজে অপরিষ্কার অবস্থায় খাবার সামগ্রী রাখা এবং প্রয়োজনীয় ফায়ার সেইফটি না থাকার কারণে ভাই ভাই হোটেল কে ৮ হাজার টাকা, সীতাকুণ্ড কলেজ রোড এলাকায় অবৈধভাবে পার্কিংয়ের দায়ে একজন সিএনজিচালক কে ৫শত টাকা, খাবার হোটেলে সেইফটি বিহীন অবস্থায় গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও অপরিষ্কার অবস্থায় খাবার পরিবেশনের দায়ে সাগর হোটেল কে ১০ হাজার টাকা, বয়লার মুরগির দোকানে অনুমোদনবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে বেলাল স্টোরকে ৮ হাজার টাকা ও ইলেকট্রনিকসের দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে মেসার্স জাফর স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে এ সময়ে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল, ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড থানা পুলিশ, প্রেসক্লাবের সাংবাদিক ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআট উইকেটের দুরন্ত জয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে প্রগতি ব্রিকস ম্যানু ও শাহ আমানত ব্রিকস ম্যানুকে ৬ লক্ষ টাকা জরিমানা