সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির চাপায় পথচারী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অজ্ঞাত এক গাড়ির চাপায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের শেখপাড়া ও পন্থিছিলা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মুহাম্মদ মারুফ হাওলাদার (২৭)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন হরিদেবপুর চরচন্দ্রাইল এলাকার বাসিন্দা মো. শাহ্‌ আলম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে মুহাম্মদ মারুফ হাওলাদার (২৭) নামের ওই যুবক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ ফারুক। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহালিশহরে ইসমাঈল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার