সীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

আজাদী ডেস্ক | শুক্রবার , ১০ জুন, ২০২২ at ৭:৪৩ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি : সীতাকুণ্ডে অগ্নিদগ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য কাজ করা গাউসিয়া কমিটির সেবা কার্যক্রম পর্যবেক্ষণ ও এ সমস্ত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে গতকাল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশ, ডাক্তার সহ হাসপাতাল প্রশাসনের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। চমেক হাসপাতালের জরুরি বিভাগের উত্তর পার্শ্বে অস্থায়ীভাবে স্থাপিত মানবিক সেবা কেন্দ্রে আসলে তাকে স্বাগত জানান গাউসিয়া কমিটি বাংলাদেশর যুগ্ম-মহাসচিব ও মানবিক সেবা কর্মসূচি প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন আনজুমান ট্রাস্ট সদস্য মুহাম্মদ হোসেন খোকন, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, মুনির উদ্দিন সোহেল, মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রমুখ। তিনি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত পুলিশ, ডাক্তার সহ হাসপাতাল প্রশাসনের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বার্ণ ইউনিট পরিদর্শন, আহত রোগীদের চিকিৎসার খোঁজখবর ও অনুদান প্রদানসহ প্রয়োজনীয় সকল সহযোগিতা অব্যাহত রাখতে গাউসিয়া কমিটির দায়িত্বরতদের নির্দেশ দেন এবং তাদের আশু রোগ মুক্তির জন্যে দোয়া মুনাজাত করেন।

সাতকানিয়া উপজেলা বিএনপি : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের আহতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেনের ব্যবস্থাপনায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ করেছে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ। খাদ্য ও চিকিৎসা সামগ্রী জেলা প্রশাসকের নিকট হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রহিম, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাইনুদ্দীন জাহেদ, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সোহেল রানা সওদাগর, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন, ইকবাল হোসেন রুবেল, নাজিম উদ্দীন নাজু, মিজানুর রহমান, নাজমুল হাসান সম্রাট, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ জুবাইর, এহসানুল করিম, রিদুয়ান মাহামুদ তারেক, আনিসুর রহমান আনাস, আবছার উদ্দীন, আব্দুল্লাহ আল রাফী প্রমুখ।

চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের আহতদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ- কমিটির সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কক্ষে সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহত রোগীদের চিকিৎসার্থে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, এমপিএইচর কাছে মানবিক সহায়তা ওষুধ ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ- কমিটির সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চমেক হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের মেডিকেল অফিসার ডা. ঈশিতা আইরিন, ডিপার্টমেন্ট অফ সার্জারির এম এস সার্জারি রেসিডেন্ট ডা. সৈয়দ আফতাব উদ্দীন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, সমাজ কর্মী ও লেখক নেছার আহমেদ খান, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

কান্ডারী : সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের আহতদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারী। কান্ডারীর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ কামরুল হাসান শাকিলের নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদান, প্রয়োজনীয় ঔষধ, স্যালাইন, নিরাপদ খাবার পানি, তরল দুধ, রুটি, কলা ইত্যাদি বিনামূল্যে বিতরণ সম্পন্ন হয়। এছাড়া বিস্ফোরণের আগুনে নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিক্যালে আনার শুরু থেকে স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারী অবস্থান করে। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপপরিচালক শাহেদুল আজম সম্রাট, দিদারুল হাসান শাহীন, অর্থসচিব ফখরুল সাজ্জাদ, কার্যকর সদস্য যথাক্রমে রিপন মল্লিক, আল-আমিন হোসাইন (রবিন), মিঠু চৌধুরী, আফজাল হোসাইন, অয়ন দাশ, দিব্য দত্ত, ফরহাদ রাব্বি, ফরহাদ হোসাইন ফাহিম, দুর্জয় দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১০ ট্রাফিক সার্জেন্ট পেলেন ভালো কাজের পুরস্কার
পরবর্তী নিবন্ধদুই লাখ ইয়াবা নিয়ে গাড়ির জন্য অপেক্ষা