চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিভিন্ন রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী, সমাজকর্মীসহ নানা মহল থেকে গভীর শোক জানানো হয়েছে।
ভূমিমন্ত্রীর শোক : সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। এক শোক বার্তায় ভূমিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি : অগ্নিকাণ্ডে মানবিক বিপর্যয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসার আহবান জানিয়েছেন।
বিজিএমইএ ফোরাম : সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে গত শনিবার অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় বিজিএমইএ ফোরাম নেতৃবৃন্দের পক্ষে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিজিএমইএ ফোরাম পর্ষদের পার্টি প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুস সালাম। এক শোকবার্তায় পার্টি প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুস সালাম বলেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। এই ঘটনায় আমরা খুবই শোকাহত।
বিএনপি : সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ। বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহম্মেদ খান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় চট্টগ্রামে মানবিক বিপর্যয় নেমে এসেছে। চট্টগ্রাম এখন লাশের মিছিলে পরিণত হয়েছে।
সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী : সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল ইসলাম চৌধুরী। গতকাল এক শোকবার্তায় তিনি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম : বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু এক শোকবার্তায় চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে অভূর্তপূর্ব ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট অগ্নিকান্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছেন। শোক সন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন।