সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১১:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের পন্থিছিলা এলাকার মাস্টার পাড়া গ্রামের চুট্টু সওদাগরের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান স্থানীয়রা।

এতে আনুমানিক ১১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।

ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে ৪টি ঘরের ব্যাপক ক্ষতি হয়।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হাসপাতাল ও কে ওয়াই স্টিলের কর্পোরেট চুক্তি সম্পাদন
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায় অনুষ্ঠান