সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকার চেয়ারম্যান ঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহাজের মেরিন সরঞ্জামের মার্কেট পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্তের দাবি আগুনে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তে মার্কেটটি পুড়ে ছাই হয়ে যায়। এতে কুমিরা ও বায়েজিদসহ দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুব উদ্দিন শিবলীদের মালিকাধীন মেরিন সরঞ্জামের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। জানা যায়, যখন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে তখন মার্কেটের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্ত উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ কুতুব উদ্দিন জানান, তাদের মার্কেটে একঘন্টা ধরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সময়মত আসেনি। যার ফলে পুরো মার্কেট জ্বলে ছাই হয়ে গেছে। কিছুই বের করা সম্ভব হয়নি। এতে তার কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, পুরো সড়কে যানজট ছিল। তিনি বলেন, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় দুটি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেট এর সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।