সীতাকুণ্ড থানায় দায়েরকৃত হত্যা মামলার এক পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব–০৭। গত রোববার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম আবু তাহের (৪৮)। তিনি বোস্তামী এলাকার মো. রহমত আলী বয়াতির ছেলে এবং গত ১৩ অক্টোবর সীতাকুণ্ড থানায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবু তাহের নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায় অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।












