সীতাকুণ্ডের সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় প্রকৌশলীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১:০৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে একটি সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মোঃ সোলাইমান (৩৩)।

বুধবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত রয়েল সিমেন্ট ও রড তৈরি কারখানা কেএসআরএম ফ্যাক্টরিতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরি কারখানা একই মালিকানাধীন কেএসআরএম পাশাপাশি অবস্থিত।

প্রকৌশলী মোঃ সোলাইমান রয়েল সিমেন্টে চাকরি করলেও কেএসআরএম স্টিল ও রয়েল সিমেন্টের মাঝামাঝি স্থানে একটি জেনারেটর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামত শেষে প্রকৌশলী পায়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় ফ্যাক্টরির ভিতর রড বোঝাইকৃত একটি ট্রাক স্কেল করে আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রকৌশলী সোলাইমান ঘটনাস্থলেই মারা যান। এদিকে ঘটনার দিন রাতে নিহতের বড় ভাই মোঃ জাফর আহম্মদ বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর বলেন, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরির কারখানা একই গেটের পাশাপাশি। নিহত ব্যক্তি রয়েল সিমেন্ট ফ্যাক্টরির প্রকৌশলী। তবে দুর্ঘটনা ঘটেছে রড তৈরি কারখানার স্কেলে রড বোঝাই ট্রাকের চাপায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। নিহত প্রকৌশলী ভাটিয়ারির ইউনিয়নের যমুনা ব্যাংক সংলগ্ন নজির সওদাগর বাড়ির জহুর আহমেদের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধসোস্যাল মিডিয়ায় ভুয়া আইডি থেকে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নিজ কন্যা সন্তানকে একাধিকবার ধর্ষণ, বাবা গ্রেপ্তার