সীতাকুণ্ডের সাগর উপকূলে ৬০ কেজি জাটকা জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৬:১৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সাগর উপকূলে বিশেষ অভিযানে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটঘর উপকূলে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সাগরে জাটকা সংরক্ষণ আইন এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল ও‌ অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ একটি কম্বিং অপারেশন চালানো হয়।

উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড এবং নৌ-পুলিশ, কুমিরার যৌথ উদ্যোগে কুমিরা ঘাট, সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন ।

এ সময় আনুমানিক ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং জাটকা আহরণকারী শুকলাল দাশকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় ১ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ তিন পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধ‘নেতাজি সুভাষ বসু আমাদের নতুন প্রজন্মের কাছে আলোকবর্তিকা’