সীতাকুণ্ডের শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার হাটহাজারী থেকে

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১ জুন, ২০২৫ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ সাহাব উদ্দিন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। শুক্রবার দিবাগত রাতে হাটহাজারী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। জানা গেছে, ২০২৩ সালের ২৫ এপ্রিল বাড়বকুণ্ড উপজেলা যুবদলের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিনের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালায়। সেই ঘটনায় যুবদল নেতা সাজ্জাদ হোসেন মামুন তাদের বাধা প্রদানের চেষ্টা করলে সাহাব উদ্দিন মেম্বার এবং তার অন্যান্য সহযোগীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় হত্যাচেষ্টা ও বিষ্ফোরক আইনে যুবদল নেতা সাজ্জাদ হোসেন মামুন বাদী হয়ে ৮৭ জন এজাহারনামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। র‌্যাব৭ জানায় গ্রেপ্তারকৃত শ্রমিকলীগ নেতা সাহাব উদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন উত্তর বাঁশবাড়িয়া এলাকার মৃত মোঃ নুর মিয়ার ছেলে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা