সীতাকুণ্ডের শিপ ইয়ার্ড ম্যানেজারকে হুমকি, থানায় অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারি সমুদ্র উপকূলে সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামক এক শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজের মালামাল কিনতে ম্যানেজারকে চাপ সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ইয়ার্ড ম্যানেজার বাদি হয়ে স্থানীয় চার ব্যক্তির নামে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ইয়ার্ড ম্যানেজার ইসমাইল দুলাল আজাদীকে জানান, ভাটিয়ারি বিএম গেটের পশ্চিমে সমুদ্র উপকূলে অবস্থিত সিমনী শিপ রিসাইক্লিন ইয়ার্ডে গত ২০ মে ওই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. কায়সার আলম (৫৭), হাজী খয়রুল বশরের পুত্র মোঃ ফরিদুল আলম (৫৬), শামসুল আলমের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৫৭) এবং মৃত নুরুল নুরুল ইসলামের পুত্র মো: কায়সার আলম (৪৮) নামে চার ব্যক্তি পুরাতন জাহাজের পাইপ ও জেনারেটর ক্রয় করার জন্য ইয়ার্ডের অফিস কক্ষে আসেন। তারা ইয়ার্ডের ম্যানেজারকে ওই স্ক্র্যাপ মালামাল কম মূল্যে তাদের কাছে বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করেন। এতে ম্যানেজার অপারগতা প্রকাশ করলে ওই চার ব্যক্তি মব সৃষ্টি করে ইয়ার্ড বন্ধ করে দেয়ার হুমকি দেন। পরে তারা ইয়ার্ডের যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করার হুমকি দিয়ে চলে যায়। সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহমুদুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কোরবানির জন্য প্রস্তুত ৪৮ হাজার পশু
পরবর্তী নিবন্ধএমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ল