সীতাকুণ্ডের মছজিদ্দায় ফ্রি চক্ষু চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং ক্যাম্প

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

লায়ন্স জেলা ৩১৫ বি ৪ বাংলাদেশের গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেছেন, মানুষের জন্য কাজ করাই লায়নিজমের মূলমন্ত্র, তাই অক্টোবর সেবামাসে লায়ন্স সদস্যরা চিকিৎসা, শিক্ষাসহ মানবতার সেবায় নানান সেবামূলক কাজ করে যাচ্ছেন। এর মাধ্যমে উপকৃত হচ্ছেন শহর থেকে শুরু করে জনপদের মানুষও। পৃথিবীতে যতদিন লায়নিজম থাকবে ততদিন এই মানব সেবার কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি গতকাল শনিবার অক্টোবর সেবামাস উপলক্ষে সীতাকুণ্ডের মছজিদ্দায় লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড ও লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে এসব কথা বলেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সাবেক প্রেসিডেন্ট ও জেলা গভর্নর এডভাইজার লায়ন নূরুল আবসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন১ লায়ন নিশাত ইমরান, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন গিয়াস উদ্দিন, জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা।

ক্লাব সেক্রেটারি লায়ন মুহাম্মদ আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাশেদ, ক্লাব ট্রেজারার লায়ন নুরখান, জয়েন্ট ট্রেজারার লায়ন আরাফাত ইলাহী, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও হোসেন মোহাম্মদ ইমরান নিকসন, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লিও দেলোয়ার হোসেন, জোন ডিরেক্টর ইফতিয়াজ উদ্দিন ইফতি, প্রেসিডেন্ট এডভাইজার লিও জিয়াউল হক আরিফ, রিজিয়ন ডিরেক্টর লিও জামিল আল ফয়সাল, জোন ডিরেক্টর লিও আল হাসনাত মিনহাজ, ক্লাব প্রেসিডেন্ট ইসতিয়াক বিন ইমাম, ভাইস প্রেসিডেন্ট লিও ইকবাল হোসেন ইমন, লিও জাহাঙ্গীর আলম বাবলু, লিও আবু সুফিয়ান, ট্রেজারার লিও তানভীর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই আয়োজনে চিটাগাং লায়ন্স ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আশপাশের গ্রামের প্রায় ২১০ জন রোগীর চক্ষু পরীক্ষা, আড়াই শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়। এর মধ্যে ৫৬ জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। আগামী ২৫ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে এসব রোগীর বিনামূল্যে ছানি অপারেশনে সহায়তা করবে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধকার্বন নিঃসরণ হ্রাস ও সুস্থ নগর গঠনে সাইক্লিং সহায়ক