সীতাকুণ্ডের বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ৮ জুন, ২০২২ at ১২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ঘটনায় মাসুদ রানা (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বুধবার (৮ জুন) ভোর ৪টার দিকে চমেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসুদ রানা জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

এএসআই আলাউদ্দিন জানান, মাসুদ রানা সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর তাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আনা হয়। মৃতদের মধ্যে ফায়ার সার্ভিসের নয় জনের লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধএবার মাদারবাড়িতে জুতা কারখানায় আগুন
পরবর্তী নিবন্ধসাংবাদিক ফজলে এলাহী জামিনে মুক্ত