বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট গতকাল শুক্রবার শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বাঁশবাড়িয়া স্পোটর্স একাডেমি এবং বাঁশবাড়িয়া বঙ্গবন্ধু যুব পরিষদের মধ্যকার খেলা গোল শুণ্য শেষ হয়। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিল্টন রায়। বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আহবায়ক মো. শওকত আলী জাহাঙ্গীর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমজাদ হোসেন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, বি.কে.এম.ই.এ ও রিজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. আকবর আলী চৌধুরী খোকন, বাঁশবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল আলম, মিডো এপারেল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আনাম চৌধুরী। টুর্ণামেন্টে ১২টি স্থানীয় দল অংশগ্রহন করে।