সীতাকুণ্ডের পৌর কাউন্সিলর বদিউল আলম জসিম সাময়িক বরখাস্ত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ মে, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সাময়িক বহিষ্কারাদেশের প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সীতাকুণ্ড পৌরসভায় চলতি বছরের ১২ এপ্রিল হাটবাজার টেন্ডারের কার্যাদেশ নিয়ে অশোভন ওদ্ধত্যপূর্ণ আচরণ করা এবং পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে পেশি শক্তির ভয়ভীতি প্রর্দশন করেন কাউন্সিলর বদিউল আলম জসিম। শিষ্টাচার বর্হিভূত অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার করার কারণে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ ধারা ৩১() মোতাবেক উক্ত কাউন্সিলরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একইসাথে অপর এক নোটিশে ‘কেন তার স্বীয়পদ থেকে তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না’ আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বহিষ্কারাদেশে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাকে স্বীয়পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।

এ বিষয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বলেন, পৌরসভার অধীনে হাটবাজার, রাস্তাঘাট ইত্যাদি লাভজনক কর্মকাণ্ডে পৌরসভার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি যেমন মেয়র, কাউন্সিলর বা অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী আইনত অংশ নিতে পারেনা। কিন্তু এরকম একটি অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অনেকের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ ও চরম দুর্ব্যবহার করেন। এই কারণে সব কাউন্সিলররা জরুরি বৈঠক করে কাউন্সিলর জসিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয় কাউন্সিলর জসিমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে গতকাল বুধবার প্রজ্ঞাপন জারি করেন।

কাউন্সিলর বদিউল আলম জসিম বলেন, যথাযথ তদন্ত না করে মন্ত্রণালয় অন্যায়ভাবে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। আগামী সাত দিনের মধ্যে আমি কারণ দর্শানোর নোটিশের জবাব দিব।

পূর্ববর্তী নিবন্ধবকেয়া পৌরকর আদায়ে কঠোর হচ্ছে চসিক
পরবর্তী নিবন্ধ‘বন্দুকের ত্রুটি সারাতে গিয়ে’ নিজের গুলিতে বন প্রহরীর মৃত্যু