সীতাকুণ্ডের ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার–বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।
কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ্ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, সমবায় কর্মকর্তা এমএ শহিদ ভূঁইয়া, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নিজাম উদ্দিন সাংবাদিক এম সেকান্দর হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সীতাকুণ্ড প্রেসক্লাব, হাফিজ জুট মিলের প্রকল্প প্রধান মো. জসীম উদ্দীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, পিপাস কান্তি চৌধুরী ও সুমন কান্তি দাসকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া কৃষি প্রযুক্তি গ্রহণে অগ্রসরমান দুজন কৃষক ফৌজদারহাটের মো. জাহাঙ্গীর আলম এবং দক্ষিণ রহমত নগরের মো. ইমতিয়াজ হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এদিন পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বারৈয়াঢালার আইপিএম মডেল ইউনিয়নের ২০টি গ্রুপের মাঝে নিরাপদ সবজি পরিবহনের জন্য ২০টি ভ্যান বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।