রোটারী ক্লাব অব রিভার শাইনের নেতৃত্বে গতকাল শুক্রবার সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চক্ষু, মেডিসিন, শিশু, গাইনি ও দন্ত বিশেষজ্ঞরা বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়। ত্রিপুরা পাড়ার জনসাধারণের স্বাস্থ্য সচেতনতার জন্য সকল পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সাবান, নেইল কাটার, বেসলিন ও মাস্ক বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ করিম, ডা. নাজ সোহানী, ডা. আকবর হোসাইন ভুঁইয়া, ডা. বিল্পব বড়ুয়া, ডা. অমিত হাসান, ডা. সুমাইয়া হুদা, ডা. সাদিয়া আফরীন, ডা. অভ্রু, রোটা. জালাল উদ্দিন বাবলু, রোটা. এ এইচ এম ফয়সাল আহমেদ, রোটা. এস কে আজিম, রোটা. কাজী মো. আশেকে এলাহী, রোটা. মোহাম্মদ হেলাল উদ্দিন, রোটা. শিমুল বড়ুয়া, রোটা. উজ্জ্বল বড়ুয়া, রোটা. আশীষ দত্ত, রোটা. মো. ইউসুফ, রোটা. মো. শামসুল আলম, রোটা. প্রফেসর খুরশিদা বেগম, রোটা. প্রবীর চন্দ্র সাহা, রোটা. আরিফ শাহরিয়ার, রোটা. রুম্মান, রোটা. মোহাম্মদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই আায়োজনে উদ্যোক্তা ছিল চট্টগ্রাম, সিলেট, ফেনী, চৌমুহনী অঞ্চলে ক্লাবসমূহের মধ্যে রোটারী ক্লাব অব চিটাগাং, রোটারী ক্লাব অব আগ্রাবাদ, রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং, রোটারী ক্লাব চিটাগাং পিচ, রোটারী ক্লাব অব চিটাগাং পার্ল, রোটারী ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন, রোটারী ক্লাব অব খুলশী, রোটারী ক্লাব সিলেট সুরমা, রোটারী ক্লাব অব রিভার শাইন, রোটারী ক্লাব চিটাগাং প্রাইম, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল, রোটারী ক্লাব অব রেইন বো, রোটারী ক্লাব চিটাগাং হিল টাউন, রোটারী ক্লাব অব মিড টাউন, রোটারী ক্লাব অব মিড সিটি, রোটারী ক্লাব অব চৌমুহনী। প্রেস বিজ্ঞপ্তি।