সীতাকুণ্ডের ঘটনায় দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ জুন, ২০২২ at ৩:৫৬ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনো অপরাধকে দায়মুক্ত করিনি। যে অপরাধ করেছে আইন অনুযায়ী তার বিচার হবে। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটার বিচার হবে, তদন্ত হচ্ছে, আইন অনুযায়ী বিচার হবে।

সোমবার (৬ জুন) সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণে আহতদের দেখতে এসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যতবড় শক্তিশালী হোক না কেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। এর আগে দুপুরে ২টার দিকে সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় ৫ হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী