সীতাকুণ্ডকে সন্ত্রাসমুক্ত করা হবে

সভায় কাজী সালাউদ্দিন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলাকে সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে কোনো সন্ত্রাস থাকবে না। আমি তৃণমূল পর্যায় থেকে বিএনপির রাজনীতি করে এসেছি। আকাশ থেকে মাটিতে পড়িনি। রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। সেই কারণে সৃষ্টিকর্তা আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। আল্লাহই জানেন কাকে কখন কোথায় নিয়ে গিয়ে সম্মানিত করবে। সব কিছুই হয়েছে সকলের দোয়াতে।

এ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম৪ সীতাকুণ্ড (আংশিক আকবরশাহ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল শুক্রবার সকালে পৌরসদর এলাকায় অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সভায় এসব কথা বলেন তিনি। কাজী সালাউদ্দিন আরো বলেন, সীতাকুণ্ডবাসী যদি আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করেন, তবে আমি সীতাকুণ্ডকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব। জনগণের সেবাই হবে আমার মূল অঙ্গীকার।

সভা ও মিছিলে স্থানীয় বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধচবি বায়োকেমিস্ট্রি এলামনাই অ্যাসোসিয়েশনের সভা
পরবর্তী নিবন্ধপেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ